অবশেষে আমি চাকরিটা কেমনে কেমনে জানি পেয়েই গেছি। সব ঠিক থাকলে সম্ভবত সামনের মাসে জয়েন করবো, ইনশাআল্লাহ। সামহোয়্যার ইন এ আমি যখন আ্যপ্লাই করলাম, তখনও আমি তেমন কিছু জানতাম না ওদের সম্পর্কে। কোরেশী ভাই বলেছিলেন, আ্যপ্লাই করে দেখেন; তো দিলাম ঠুকে, তিন-তিনটা ইন্টারভিউ সেশন পার করে আজকে আরিল জানালেন, ঈদের পরে জয়েন করবার কথা। নিজেই ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, কি ঘটলো! আমি খুব গোমড়া মুখ করে রেখেছিলাম... আরিল মনে হয় ভাবলেন আমি হাসতেই জানিনা, আমি আসলে এ্যাতোটাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ঠিক বুঝতেই পারছিলাম না কি ফীল করছি।
সামহোয়্যার ইন সম্পর্কে আমি এখনও তেমন কিছু জানিনা, তবে যা দেখেছি খুব মজা লেগেছে। ইন্টারভিউ প্রসেসটাও খুব মজার... আমি জানতাম ভালোই দিচ্ছি, তবু খুব ভয় লাগতো পরবর্তী কল না আসা পর্যন্ত। এখনও কেমন অদ্ভুত লাগছে!!! প্রথমদিন অফিস করবার আগ পর্যন্ত মনে হয় বিশ্বাসই হবেনা..... আমার আরেকটা শান্তি হলো.... নিজেকে নিয়ে আত্মবিশ্বাসহীনতা কমেছে অনেক... মনে হচ্ছে সুযোগ পেলে আমিও পারি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৯