আজকে একটা মজার কান্ড হইছে, সামহোয়্যার ইন এ আমার পোস্টের নাম "ডেটা মাইনার.. তো আমার আগের অফিসের একজন শুনে ভেবেছেন এটা ডেটা এন্ট্রি অপারেটর টাইপ কিছু; ইনি আবার একটু উন্নাসিক গোছের.... এমন নাকি তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন শুনে যে বলার না! প্রথমে একটু রাগ হয়েছিলো, পরে ভাবলাম যা ইচ্ছা ভাবুক, আমার তাতে কি? এই ব্যক্তির দৃঢ় ধারণা আমি যেহেতু প্রোগ্রামিং পারিনা, সেহেতু কোন আই.টি. ফার্মে আমার কোন ভালো জব হতে পারেই না।
উনি অফিসের ডেটা এন্ট্রি অপারেটরদের সাথে এমন বিহেভ করতেন যেন তারা মানুষই না.... এখন আমাকেও তাদের সমগোত্রীয় ভেবে আত্মপ্রসাদ লাভ করতে চাইছেন। আমি বুঝিনা, এই ভেদাভেদটা কেন? ডেটা এন্ট্রি অপারেটরদের একজন না এলেই উনাকে হাত গুটিয়ে বসে থাকতে হতো, ওরাও তো কাজই করে.... তুচ্ছ করার কি আছে, এই লোকই কিছুদিন পরে বিদেশে পড়তে যাবেন, ওখানে গিয়ে ঠিকই ওয়েটারগিরি করতে পারবেন! আজীব মেন্টালিটি!!(খাইয়ালামু)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



