সব ঠিকঠাকের এই শহরটা আরেকবার এলোমেলো হল...ঘুমন্ত সরকারের খানিক নিদ্রাভঙ্গ হল.....মিডিয়া গুলো আবার ব্রেকিং নিউজ দেওয়ার উপলক্ষ পেলো...কয়েকদিন পুরোনো ঢাকার ভয়াল দশা নিয়ে খুব রিপোর্ট হচ্ছে,টকশো হচ্ছে...আবাস ভবনের আশপাশের পরিবেশ এর নিত্যনতুন পোস্টমর্টেম হচ্ছে...মৃত,ভুক্তভোগীদের নিয়ে আবেগস্পর্শী লেখা স্থান পাচ্ছে পত্রিকায়...সবংসহা আমাদেরও চোখ ভিজছে.....প্রধানমন্ত্রী সত্যিই গণভবনে জামিল আর রুনার বিয়ে দিলেন......ভুক্তভোগীদের ক্ষতিপূরণের অর্থও হয়তবা পৌছবে ......
..............তারপর আবার সব আগের মত ঠিকঠাক..আবার সরকার নিদ্রায় ডুব দেবেন...মিডিয়াগুলো যথারীতি পুরনো ঢাকা নিয়ে মাথা ঘামানো বন্ধ করবে.....আবার নতুন কোনো নিমতলীতে কোনো বাসার নিচে গড়ে উঠবে নতুন কোনো কেমিকেল কারখানা...সাময়িক সরিয়ে নেওয়া কারখানাগুলোর পুনর্বাসন হবে আবার...চারশো বছরের এই সাদা-কালো,জঞ্জালে ঢাকা মিথ্যেকথার শহরটা ক্ষতগুলো ভুলে যাবে আবার.....
........এরপর.....নতুন কোনো নিমতলীতে আবার পুড়বে মানুষ...আবার পুড়বে স্বপ্ন......তারপর খানিক নিদ্রাভঙ্গ......খানিক ব্যস্ততা.....
............তারপর .....আবার নিদ্রা......আবার....... সব ঠিকঠাক.............।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



