"সকালে উঠে আমি মনে মনে বলি
সারা দিন আমি যেন ভাল হয়ে চলি
এই ভাল হবার পেছনে আছ শুধু তুমি
তাইতো তোমাকে ছাড়া বাঁচবো না আমি
তোমাকে না পেলে মরন আমার হবে
তখন আমায় ছেড়ে কি করে রবে
তাইতো তোমাকে আমি ভালবেসে যাই
জানিনা তোমাকে আমি পাই বা না পাই
তবুও তোমাকে আমি ভালবেসে যাব
এ জনমে না পাই পরের জনমে পাব
আমার ভালবাসার নেই কোন ক্ষয়
ভালবেসে তোমাকে করব আমি জয়
তুমি শুধু থেকো আমারই পাশে
মিলন আমাদের হবে আবশেষে
তুমি যদি সুখী হও আমি সুখী হব
চিরদিন আমি শুধু তোমার পাশে রব
বিধাতার কাছে শুধু একটা জিনিস চাই
সুখে দুঃখে আমি যেন তোমাকে পাই।""সকালে উঠে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




