গত ১০ ই সেপ্টেম্বরে রাতে অফিস থেকে বাসায় আসার পর ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখন ছোট বোন আমার হাতে একটা পেনড্রাইভ ধরিয়ে দিল। পেনড্রাইভে নাকি তামিল ভাষার কী একটা মুভি আছে। ওর একজন বন্ধু আমাকে দেখার জন্য দিয়েছে। কী মনে করে কম্পিউটারটা চালু করে মুভিটা দেখা শুরু করলাম।
ভারতীয় তামিল মুভি দেখার যাদের মোটামুটি অভ্যাস আছে, তাদের মনে কিছু জিনিস গেঁথে আছে (আমারও ছিল)। যেমন- গোঁফওয়ালা মোটা নায়ক, পরমা সুন্দরী তরুনী নায়িকা, পর্দা-কাঁপানো মারপিটের দৃশ্য (আক্ষরিক অর্থেই!), অসম্ভব দ্রুত নাচার দৃশ্য ইত্যাদি। কিন্তু কিছু কিছু তামিল মুভি যে আসলেই অন্যরকম, তা এই মুভি টা না দেখলে হয়তো জানা হতো না।
এবার মুভিটার নামটা বলে নেই- Vinnaithaandi Varuvaayaa, যার বাংলা অর্থ হচ্ছে "তুমি কি আকাশ পেরিয়ে আসবে কাছে?"। পরিচালকের নাম গৌতম মেনন। এই পরিচালকেরই আরেকটা মুভি আমার প্রচন্ড রকমের প্রিয় (হয়তো অনেকেরই), Rehnaa Hai Terre Dil Mein।
ছবিটির নায়ক-নায়িকা দুজনেই বেশ জনপ্রিয়। নায়িকা চরিত্রে অভিনয় করা তৃষা কৃষ্নানকে আগেই চিনতাম, কিন্তু নায়ক হিসেবে সিলামবারাসান এর অভিনয় দেখা এই প্রথম। ছবিটার কাহিনী মূলতঃ একটি ক্রিশ্চিয়ান মেয়ে আর হিন্দু ছেলের মধ্যেকার প্রেম নিয়ে। তৃষা একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আর সিলামবারাসান এক আবেগী যুবক যে কিনা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হতে কাজ করছে। তৃষাদের নিজেদের বাড়ি। যে বাড়িতে সে থাকে, ঐ বাড়িতেই ভাড়াটিয়া হিসেবে নায়ক তার বাবা-মা ও এক বোন সহ থাকে।
নায়ক-নায়িকার প্রথম দেখাতেই দুজন' দুজনকে ভালো লেগে যায়। কিন্তু ভিন্ন ধর্মের ও বয়সে এক বছর বড় হওয়ার কারণে তৃষা সিলামবারাসানকে তার ভালো লাগার কথা বলে না। এদিকে সিলামবারাসান তৃষাকে ভালোবাসার ব্যাপারে চাপ দিতে থাকে। নানা রকম আর নানা ধরনের ঘটনা ঘটার পর এক সময় তৃষা নিজের ভালো লাগার কথা স্বীকার। এরপর শুরু হয় নিজেদের পরিবারকে সামলানো। কিন্তু পরিবারকে সামলাতে গিয়ে এক সময় নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়। আর এর থেকে দুজন চলে যায় আলাদা দূরত্বে।
মুভিটার কাহিনীবিন্যাস খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে শেষ ১৫ মিনিটের ক্লাইমেক্স মনে রাখার মতো। গানের সুর আর গানগুলোর চলচ্চিত্রায়নও ভালো এবং আকর্ষনীয়। বলে রাখা ভালো, এই ছবির সুরের পরিচালনায় ছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) পাওয়া এ. আর. রহমান।
তো যদি সম্ভব হয়, যারা মুভিপ্রেমী, অবশ্যই দেখা উচিত মুভিটা। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



