রক্ষিত টোকেনগুলো আয়নাপাড়ে দূরমিতা;
কী করে ভেজাবো কষ্টসামান!
আমাদের ফলের সংসার আর বীজবিনোদন...
ঘটেছে জখম।
আমি ক্রমশ পিছিয়ে পড়তে চাই;
সামনে আয়নামানুষরা টুক্ টুক্....
আহা! আঙ্গুর- পুষ্টির ধারা বিবরণ!
সেখানে গম আর ধানীসংসার;
মাথার উপরে যে চেম্বারে জেগে থাকে বীজ...
বলে দিলেই হয় না বলা আমাদের ঘামের শরীর।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


