কলিজায় বিঁধে টাওয়ারের শূল
ধমনী ছেঁড়া হাইড্রোলিক হর্ণে
কার্ডিয়াক হুলুস্থুল।
শৌখিন ফুল তবু ফুটপাথের কার্ণিশে
ভালোবাসার আসবাব রাঙা সব স্মৃতির বার্নিশে!
থাকে শুধু সুরেলা সন্ধ্যার কাক
উনুনে দিয়েছি আবেগ, আরও কিছুক্ষণ থাক!
©অন্যআনন ২০১৪
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


