এটা আজকে রাতের আমার ফেইসবুক স্ট্যাটাস । হুবাহু তুলে দিলাম ।
দেখতে দেখতে ফেইসবুক ফ্রেন্ডলিস্ট বেশ বড় হয়ে গেল । এখন আমি ১১২৪ জন বন্ধু আর ৩১৫ জন সাবস্ক্রাইবার বন্ধুর সাথে যুক্ত । ভাবতে ভালোই লাগছে । শরীর সামান্য খারাপ, বিছানায় যেতে যেতে মনে হল , এখনি সময় আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের কথা আপনাদের সাথে শেয়ার করার ।
মুল কথায় আসি, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই অন্যের জন্য কিছু করতে মনটা ছটফট করে । ইচ্ছে থাকলেও, বেশির ভাগ ক্ষেত্রে ইচ্ছা পূরণ হয় না । স্বাদ আর সাদ্ধের এই দ্বন্দ্ব শাশ্বত ।
যাইহোক, ১৪৩৯ জন বন্ধুর ভিতর থেকে আমি সহ মাত্র ৪ জন বন্ধু দরকার, যারা নিঃস্বার্থ ভাবে পথ শিশুদের সাথে মজা করতে করতে পড়াতে পারবে ।
কোথায় ?
যেহেতু আমি ঢাকায় থাকি, তাই ঢাকাতে । আমি দুইটা স্থান চিনি – ১. শাহবাগ ২. জুরাইন
[ শাহবাগ আগে ঢাবি র কিছু ভাইয়েরা / আপুরা পরাতো ।এখনো আছে কি না জানি না ]
কি কি পড়াবেন ?
এখান থেকে তো কাউকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানো যাবে না , তাই মজা করতে করতে সর্বচ্চো যতটুকু শেখানো যায় । সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে চাই । সবার পরিকল্পনা নিয়ে ।
সময় কখন ?
সপ্তাহে আমি ৩ দিন বিকেলে সময় দিতে পারবো । আসরের পরে , মাগরিবের আগে । আপনারা কখন সময় দিতে পারবেন, আলোচনা করে চূড়ান্ত করবো ।
আমাদের কি লাভ ?
চোখে দেখার মতো কোন লাভ নেই, কিন্তু কথা দিতে পারি । ওদের মুখের দেখলে আপনি এটা বলতে বাধ্য হবেন, এর থেকে আনন্দ পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই । ওদের হাসিটা আমার কাছে লাভ । আপনারটা আপনি মিলিয়ে নেন ।
সব শেষে আমি কেন ফ্রী ফ্রী সময় দেবো ?
প্রশ্ন যুক্তি সঙ্গত আবার নয় । এ দেশকে ভালবাসি না , এমন মানুষ একটিও নেই । আমি এটাই বিশ্বাস করতে চাই । দেশকে অনেক ভাবে ভালবাসা যায়। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে, দেশকে এগিয়ে নিতে । নিচ্ছেও । কিন্তু এটা তো আপনি মানবেন, একটি শ্রেণী বাদ দিয়ে কখনই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌছাতে পারবেন না । আমি সব সময় বিশ্বাস করি, এলিট শ্রেণীর লোকদের থেকে ধুলোমাখা মানুষ গুলো অনেক ভালো, অল্পতে খুশী আর ভুবন ভুলনো হাসি , যা টাকা দিয়ে কেনা যায় না । আমি / আমরা ওদের সাথে থেকে সেই হাসি টা উপভোগ করতে চাই ।
আপনাকে সাথে চাই, বন্ধু হিসেবে । একটু সময় কি আপনার হবে না ?
মজার স্কুল
ফেইসবুক গ্রুপে যোগ দিতে পারেন
Click This Link
শেয়ার করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন , একটি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন
[ আপনার কোন প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারেন । ধন্যবাদ ]
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫