১৯৫২ সালের ২১শে ফেব্রয়ারীতে যে কালজয়ী ইতিহাস তা সত্য নয়।এমন কোন আন্দোলন এই বাংলাদেশীরা করে নি।
আমাদের মত বাংলাদেশীরা ২১শে আন্দোলন করতে পারে না।অন্তত আমি বিশ্বাস করি না।মাত্র ৫৫ বছরে যাদের এই অবস্থা তারা কি ভাবে ভাষা যুদ্ধ করে?
আজ আমরা আলোচনা করি হিন্দী সিরিয়াল নিয়ে,সিনেমা নিয়ে "মেনে পিয়ার কিউ কিয়া"।গান গায় আই লাভ ইউ সাইওনি।কোন ভাষা পাড়াটা অসম্মান জনক আমি বলছিনা।কিন্তু হিন্দী পাড়া যেখানে স্মার্টনেস তখন আমরা তো সংস্কৃতিতে অবশ্যয় পরাজিত।১টা সময় আমাদের মত তরুণরা মাথা উচু করেছিল।আমরাও মাথা ঠিকই উচু করি তবে হিন্দী মুখে আর
চুল স্পাইক করে(স্বাভাবিকের চেয়ে মাথা উচু মনে হয়)।কি করে বিশ্বাস করব আমরা কপালে গুলি খেয়েছি তবু ভাষা বদলে মাথা নিচু করি নি।যাই হোক,আমরা আধুনিক হয়েছি মেয়েরা শার্ট-পেন্ট আর ছেলেরা ফোর পিস সালেয়ার কামিজ(নামে মাত্র পান্জাবী) পড়ে।অনেকে এখন বলবে আমি বিপাশা বাসু বা সারুখকে ফলো করি না আমি টম ক্রুজ বা জেনিফার লোপেজ কে ফলো করি।আমরা ওয়েস্টার্ন যে সংস্কৃতি ফলো করি তার শুধু বাইরের দিকটা। অর্থাত(খন্ড ত আসছে না) পোষাক আর প্রেম বদল।কিন্তু আমরা এটা ভাবি না তারা ১৮ বছর থেকেই স্বনির্ভরশীল, কর্মঠ এবং এমন অনেক কিছু।
আমাদের বোঝা উচিত আমরাই এক এক জন নায়ক হতে পারি(অনেকেই নায়কের মত পার্ট শুরু করবে) আমি তা বলিনি। আমি প্রকৃত নায়ক-নায়িকা নজরুল রোকেয়ার কথা বলছি।আমাদের ভেতরই আছে দিন বদলের শক্তি।
আমরা প্রথমে সমস্যা বের করি,এক হই তখনই আমরাই আবার ২১কে সত্য বলতে পারবো।তখন আমাদের ইয়াবার জন্য জেলে যেতে হবে না বরং সত্য বলে মার খেতে হতে পারে।যেমন আজ আমাকে বর্তমান সালমান আর মল্লিকারা পেলে মারত.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



