মানুষের জন্য আমি কখন কাঁদিনি
মোটা গদিতে বসে হাতে গরম কফি
দেয়ালে আটকানো ফ্লাট টিভিতে তাকিয়ে
কান্নার সুর আমি বদলে ফেলেছি।
খবর দেখছিলাম এক সুন্দর রমণী বলে চলেছে
ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বাড়ছে
খাদ্যের আশায় অগণিত হাত,এক প্যাক খাবার
বধির আমি দৃষ্টিপাত করলাম
রমণীর হাতে পাথরের বালা
কেঁদেছিলাম আমি মাকে ডেকে
চুড়ি দুটো আমার চাই, চাই
মা বলল এই তো বেড়বো
রিহ্যাব ফেয়ারে এপার্টমেন্টের খোঁজে
কান পাতিনি খবরে বলছে
গৃহহীন মানুষ আশ্রয় হারিয়ে আকাশের নীচে
আমি শুনি নি তা
আমি কেঁদেছিলাম-বলেছিলাম
খুজেঁ শাড়িটাও আনবে-লাল শাড়ি
সমস্ত মৃতের রক্তে লাল
রং কম হলে অর্ধমৃতদের গলা টিপে
রং কর, লাল রং-লাল শাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



