ভয় হ্য়, ঘৃণা জন্মায় নিজের প্রতি
যখন, তাদের চলে যেতে দেখি
দাম্ভিকতায়, কালো কাঁচের আড়ালে;
কালো কাঁচ দিয়ে আধাঁরেই আছে,
যেমনটি সে রাতগুলোয় ছিলো;
আমার জন্মের
অনেক আগের কথা;
যে রাতে নেকড়ে নিয়ে চসে বেরিয়েছে।
আমার অহংকার
ধ্বীক্কার দেয় আমায়; থুথু মারি নিজেকে।
আমরা সভ্য মানুষ!
হাজার খানেক কুকুর মারতে পারিনি!
নাভিতে ১৪টা ইন্ঞ্জেকশন
একবার নয়, ৩৬ বছর ধরে
বার বার, দিতে হচ্ছে দেশকে।
আজ সুই ফোটাবার
জায়গা পাওয়া মুশকিল, ক্ষত বিক্ষভ দেহ।
-----------------------------------
আমাদের উচিত, এক চোখে
পট্টি বেধে হাটা, যতোদিন না
নিজেদের বিবেককে মুক্ত করতে পারি,
আরেক চোখ অক্ষত থাক
মুক্ত সকাল দেখার প্রত্যাশায়;
যেদিন নতুন প্রজন্ম নির্বিঘ্নে,
তাদের নিয়ে তোমরা আলোচনা করো, আমি পারি না।
নেকড়ে আমার মাকে ছিড়ে ফেরে খেয়েছে,
তাকে নিয়ে কি আলোচনা?
ধ্বীক্কার নিজেকে, হাতগুলো নিশপিশ করে;
থুথু মারি নিজেকে। থুথু মারি ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



