সবার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুতে ব্লগে গত কিছুদিন যাবত একটার পর একটা পোষ্ট আসতেছে বিভিন্ন রকম শোক বার্তা নিয়ে। সবাই তাদের প্রিয় লেখককে হারিয়ে অনেক বেশী শোকাভূত হয়ে পড়ছে, যেটা ব্লগার দের পোষ্ট, বিভিন্ন পত্র পত্রিকা গুলো পড়লেই বুঝা যায়।
আমরা সবাই জানি দুনিয়াতে আল্লাহ আমাদের কে যে দিন পাঠিয়েছেন তার সাথে করে একটা নির্দিষ্ট দিনে মৃত্যু কেও সঙ্গী করে দিয়েছেন। দুনিয়াতে যে যত বড় রাজা বাদশা বা যতই প্রতাপ শালী হোক না কেন পরকালের ডাক যেদিন আসবে ওই দিন বা ওই সময়ের ১ সেকেন্ড আগ বা পর হবে না। তাকে চলে যেতেই হবে তাকে বেঁধে দেয়া ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। হয়তো সে যাওয়াটা হবে স্বাভাবিক অথবা অস্বাভাবিক ভাবে। আল্লাহ তায়ালা বলেছেন..."প্রত্যেক সৃষ্টি কে তার মৃত্যুর স্বাধ গ্রহন করতেই হবে"।
আর ইহলোকের মায়া ত্যাগ করে চলে যাওয়া মানুষটির জন্য আমরা শোক কে নিয়ন্ত্রন করে আল্লাহর দরবারে নামাজ পড়ে প্রার্থনা করাই হবে তার জন্য সবচেয়ে উত্তম কাজ। যাতে করে আল্লাহ ওই মানুষটিকে পরের জগতে সাফল্য মন্ডিত করে। কারন আমাদের শোক পালন মৃত ব্যক্তির কোন কাজে আসবেনা, এবং এই শোক পালন হীতে বিপরীত ও হতে পারে। তার পরিবর্তে তার জন্য সহীহ নিয়তে দোয়া করলে সেটাই হবে তার পরম পাওয়া।
তাই আসুন আমরা কারো মৃত্যুতে একদমই ভেঙ্গে না পড়ে, মৃত্যু কে সহজ ভাবে নিই (যদিও এটা অনেক কষ্ট সাধ্য)। এবং বেশী বেশী আল্লাহকে স্মরন করি, কারন আমি দুনিয়াতে যা কিছু করি বা যত বড়ই হই না কেন, আমাকে মনে রাখতে হবে আমারও মৃত্যু একদিন হবেই।
সবাই কে অনেক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



