মূল লিখা শুরু করার আগে সম্মানিত মডারেটরের দৃষ্টি আর্কষন করিতেছি:
আমার মনে হয় আপনারা ও আমার সাথে সহমত পোষন করবেন এই ব্যাপর টা নিয়ে যে, ব্লগ হোক সকল ধরনের অশ্লীল বাক্যলাপ, অশ্লীল ছবি ও সর্বোপরি অশ্লীলতা মুক্ত।
.....................
আমি এই ব্লগের সকল ব্লগার কে অনেক শিক্ষিত, মার্জিত ও রুচিশীল হিসেবে মনে করি। ব্লগার ভাইদের যুক্তি তর্কের সহিত জ্ঞানর্গব লিখার জন্য শ্রদ্ধাবোধ টা আরো বেড়ে যায়। কিন্তু ইদানিং কিছু ব্লগার ভাই তাদের পোষ্টে অথবা পোষ্টের কিছু কমেন্টের বীপরিতে এমন কিছু কথা বলেন যে গুলো পড়ে খুবই আর্শ্চযনিত হয়ে পড়ি এবং ভাবি একটা পাবলিক প্লেসে উনারা কিভাবে এই ভাবে অশ্লীল কথা গুলো লিখতে পারেন।
এই ব্লগে অনেক ডাক্তার, ইন্জিনিয়ার, পি.এইচ.ডি হোল্ডার, বি.সি.এস ক্যাড়ার, গ্র্যাজুয়েট, সহ আমার মত কিছু অল্প শিক্ষিত ও আছে। আমি মনে করি যারা শুধু বড় বড় ডিগ্রি নিয়ে নিজেকে অনেক বেশী এড়ুকেটেড মনে করে, তারা সবাই একটা আত্নঅহমিকার মধ্যে আছে। আমার শিক্ষা যদি আমাকে কোন প্লেসে কি ভাবে কথা বলবো সেটা না শিখায়, শিক্ষা যদি আরেকজন কে শুধু কটাক্ষ করতে শেখায়, শিক্ষা যদি আরেকজন কে অপদস্ত করতে শেখায় তাহলে বড় বড় ডিগ্রি নিয়ে নিজেকে শিক্ষিত ভাবার কোন অর্থ দেখি না।
আমাদের ব্যবহার যদি রাস্তার অশিক্ষিত লোকদের থেকে ও খারাপ হয়ে থাকে তাহলে উনি অশিক্ষিত আর আমরা যারা শিক্ষিত দাবি করি তাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়।
ব্যাক্তির সাথে ব্যাক্তির মতের অমিল থাকতেই পারে। তাই বলে নিজের সাথে মতের অমিল এর জন্য অন্যজন কে গালিগালাজ করা, মন্দ কথা বলা কতটুকু সমীচীন সেটা আমার বোধগম্য নয়। এটা ব্লগার ভাইদের বিবেচনাধীন রইলো। অবাক লাগে তখনই যখন দেখি বাজে কমেন্ট ধারী এই ব্লগার রা অন্য আরেকটা পোষ্টে নিজেকে এমন সাধু ও মানবতাবাধী হিসেবে জাহির করতেছে, যেন উনি অপেক্ষা আর কেউ এই জগতে ভালো নেই।
তাই আসুন নিজেকে দু মুখো সাপের আচরন এর মতো ব্যবহার না করে যুক্তি তর্কের সহিত ব্লগিং করি। আর বর্জন করি নিজের অশ্লীলতাকে সেই সাথে বর্জন করি সেই সব অশ্লীল ব্লগার কে।
পরিশেষে আশা রাখি ব্লগ হবে নিজেকে সুস্থ ধারায় প্রকাশ করার অন্যতম মাধ্যম।
আল্লাহ সবার সঙ্গল করুক।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



