
আপনার গাজর ক্ষেতে বেশ চমৎকার ফসল হয়েছে। হাজার হাজার কেজি গাজর তোলার সময় হয়ে এসেছে। গাজর তোলার জন্য আপনি ৩ টা ঝোলা নিয়ে এসেছেন কিন্তু ঝোলা কতটুকু ওজন নিতে পারে তা বুঝতে পারছেন না।
আপনি তাই ভাবলেন দেখি পরীক্ষা করে কতটুকু ওজন আপনার ঝোলা নিতে পারে। পরীক্ষা করার উপায় হচ্ছে একেকবারে একেক ওজনের বোঝা ঝোলায় চড়াবেন যদি ছিড়ে যায় তাহলে বোঝা যাবে ঝোলাবাবাজীর ক্ষমতা নাই ওই ওজন নেয়ার
কিন্তু এদিকে আপনার সময়ও বেশি নাই। যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে কত কেজি ওজন আপনার ঝোলা নিতে পারবে আবার ঝোলাও আছে মাত্র ৩টা তাই পরীক্ষা করতে গিয়ে যদি ৩টাই ছিড়ে যায় তাহলে ওজন বের করেও লাভ নাই অর্থাৎ সর্বোচ্চ ২ টা ঝোলা ছিড়ে আপনার বের করতে হবে ঝোলা কত কেজি(পূর্ণ সংখ্যায়) ভার নিতে পারবে।
নূন্যতম কতবার পরীক্ষা করে বের করতে পারবেন ঝোলার ক্ষমতা?(১০০ কেজির বেশি ভার ঝোলা নিতে পারে না এইটুকু জানা আছে আপনার
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




