
শ্যাষ ম্যাশ হারা দেশের লাহান বরিশালেও উদযাপিত হইলে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪। ব্লগার মোনেম মুন্না আর ব্লগার নেবুলা মোরশেদ এর অক্লান্ত পরিশ্রম আর উদ্দোগে এইবার ব্লগ দিবস উদযাপন হইলে আগুনমুখা প্রকাশনী এর হল রুমে। বিহাল ৪টার সমায় অনুষ্ঠান শুরু করার কতা থাকলেও যম্মের শীত আর শুক্কুরবার হওয়ার পেইন্নে হগলডি আইতে আইতে আর অনুষ্ঠান শুরু হরতে এট্টু দেরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত আছেলে ব্লগার রতন সমাদ্দার, বিন্দু দি, অশ্রুত প্রহর, প্রশান্ত বনিক, নজরুল ইসলাম, আকাশ কুন্ডূ, পীতম, তন্ময়, অভি, কৃষ্ণকলি সিফাত, এ বি সিদ্দিক, মোনেম মুন্না, নেবুলা মোরশেদ সহ বরিশালের আরো অনেক সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা। ও আর এইয়াগো লগে আছেলাম মুই এই অধম একজন আরমান।
যোগাযোগে সামাজিক মাধ্যম এবং আমাদের দায়বদ্ধতা এই বিষয়ডারে সামনে রাইক্ষা বক্তারা যে যার লাহান বক্তব্য দেয়। প্রারম্ভিক বক্তৃতা দেন নেবুলা মোরশেদ ভাই। বক্তব্যর শেষে চলে ব্যাফক খানাপিনা আর মুক্ত আলোচনা আর আড্ডাবাজি। আগামী আয়োজনরে আরও সার্থক আর সুন্দার করার প্রত্যাশা লইয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
ব্লগার মোনেম মুন্না, বরিশালের ব্লগ দিবসের ব্যাপক আকারের পোষ্ট লইয়া আইতেছে। অপেক্ষায় থাহেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


