লুটেরার দল টাকা ফেরত দেবে?
তারা আগেও লুটেছে এখনো করে যাচ্ছে
লুট করে করে তারা ডলার, স্বর্ণ আর
অস্ত্রের মজুদ গড়ছে
পৃথিবীর এক পাশ ভারী হয়ে যাচ্ছে
অমানবিকতার চর্বিতে
আরেক পাশে দারিদ্র্য এবং ক্ষুধার কাতরতায়
হা হওয়া কোটি কোটি মুখ
কেউ যেন টু শব্দটি পর্যন্ত করতে না পারে
তারা বসিয়ে রেখেছে মানি লন্ডারিং বাঘ
চোর আর অভাবীরা স্বেচ্ছায় নাম লেখায়
অভিবাসীর খাতায়
এবং মেধাবীরাও সেবাদাসী হয়
মাতৃভূমিকে তালাক দিয়ে
পতিতাদের অনুসরণ করে কোটি কোটি মানবজাতি
চামড়া বিকোয় 'মিনাতিদের রিলসের খাঁচায়
আত্মমর্যাদাবোধ বেড়াল হয়ে আশ্রয় নেয়
ফেরাউনদের ছায়ায়
সাজনা, দোয়া করো
পরজন্মে আমি যেন আলাদিনের
দৈত্য হয়ে জন্ম নিই
পুরো পৃথিবী জুড়ে বানিয়ে দেবো
শতশত সাদা হাউস এবং পেন্টাবন
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




