আরে ভাই!
হচ্ছেটা কি ভাই?
নির্বাচনের ট্রেন চলছে, চল্ উঠে যাই।
বলবো কি আর নতুন কথা,
বুঝবি কি আমার ব্যথা?
ছেলেপুলের পড়ালেখায় খরচ কি আর কম ভাই,
কাঁচাবাজারে আগুন ছোঁয়া,
মাথা দিয়ে উঠে ধোঁয়া,
গিন্নীর নিত্তিনতুন আবদারের কথা বলবো কি আর ভাই,
এতো গেলো ঘরের খবর
এখন শোন্ কাজের খবর ,
প্রতি মাসেই দিতে হয় মোটা অঙ্কের চান্দা,
কাজ কারবার নেই কোন এটাই তাদের ধান্দা।
তুই তো দেখি ঘোর বিপদে ভাই,
চল্ থানায় নালিশ করতে যাই।
আহ্ এটা কি আর বাকি আছে ভাই!
এসব করে কোনই লাভ নাই।
এক রাতে করি কায়দা,
বুঝি এবার হবে ফায়দা,
থানায় গেলাম করতে নালিশ,
পুলিশ করে তাদের মালিশ,
তারাই যদি পায় ক্ষমতা,
নিত্য তুলবে চাঁদার বস্তা,
তুই তো পাবি বেকার ভাতা
গুনতে হবে আমার চাঁদা।
আহ্ রাখ তোর কথা,
শুনলাম এক দল নাকি জান্নাতের টিকেট দিচ্ছে ভাই!
সত্যি কি তাই?
চল্ তাহলে যাই,
আর কিছু না হোক সেই টিকেট যদি পাই,
সারা জীবনে পাপ তো আর কম করিনি ভাই।
বাহ্ জান্নাত কি কারো হাতের মোয়া
টিকেট না পাইলে যাবে খোয়া?
জন্ম হতে দেখে এলাম নির্বাচনের কলে
প্রার্থীরা তো কত কিছুই বলে।
জনগণের এই ভোটে
গরীবের কপালে কি ভাত জোটে?
ধনীরা আরো ধনী হয় গরীবের ঘরে ছাই,
এবার তোর কথা বল ভাই,
ভবিষ্যৎ নিয়ে তোর পরিকল্পনা কি নাই?
আহ্ ভাই!
এবার শোন্ কথা আমার,
আর কতকাল থাকবো বেকার,
কত চাকরি খুঁজলাম আবার,
নতুন সরকার এলে,
ভিসা পাবো খুব সহজে,
থাকবো না আর এই দেশে তে
চলে যাবো ভীনদেশে তে
বিদেশ গিয়ে ভিক্ষা করে গড়বো বাড়ি গাড়ি
তারপর সেই ঘরে আনবো সুন্দরী এক নারী,
গলায় পড়বে লক্ষ টাকার সোনা ভারী ভারী,
নিত্যনতুন সুখ কিনবো টাকায় সারি সারি।
আহ্ ভাই!
বেকার জীবনে স্বপ্ন কত!
সংসার করলে হিসাব শত।
কত সরকার এলো গেলো
ভাগ্য তবুও এলোমেলো,
এবার আমার যেতে হবে ,
ধনে পাতা লাগবে ঘরে,
গিন্নির বার্তা এসেছে ফোনে,
আজ তাহলে যাই,
নির্বাচনের দিন বসে চা পানটা খাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

