পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার সন্ধা নদী থেকে অবাধে বালু উত্তোলন করলেও প্রশাসনের সেদিকে কোন দৃষ্টি নেই। প্রতি বছর শত শত ঘর বাড়ি সন্ধা নদীর ভাঙ্গনে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ গৃহ হারা হলেও কোন সরকারের সময়ই সন্ধা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা ভাঙন রোধেও নেয়া হয়নি কোন পদক্ষেপ। স্বরূপকাঠি সন্ধার নদীর পশ্চিম পাড়ে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলনকারীদের জন্য বাংলাদেশের অন্যতম ব্যবসায়ীক এলাকা হিসেবে খ্যাত মিয়ারহাট ও ইন্দুর হাট বন্দরও এই ভাঙ্গনের জন্য হুমকির মুখে এসে দাড়িয়েছে।
পিরোজপুরের একমাত্র বিসিক শিল্প নগরীর মাত্র কয়েক ১৫ গজ দুরে ভাঙ্গন হলেও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। উল্টো সোহাগদল ইউনিয়ন আওয়ামীলীগের একজন সোহাগদল রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং করার জন্য একটি পুকুর ভরাট করার কাজে সন্ধা নদী থেকে কয়েক দিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছেন প্রশাসনের নাকের ঢগায়।
সন্ধা খেকে বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ মুইদুল ইসলাম মুহিদ বলেন এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে এ ধরনের কিছু হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বরুপকাঠি থানার মাত্র তিনশ গজ দুরে গত বৃহস্পতিবার থেকে নদী ভাঙ্গনে বিলিন দুই তৃতীয়াংশ বিলিন হওয়া শানিত্মহার কৌরিখাড়া, মাগুরা গ্রাম ও শর্শিনা শরিফের নদী অংশে স্বরূপকাঠি ফাইভ ষ্টার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে মেসার্স কাজি নেভিগেশন এর ট্রলার সহ অন্য কয়েকটি নাম বিহিন ট্রলারে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান ঢাকা নিউজ 24 ডট কমকে বলেন, আমরা বিষয়টি জানিনা। তবে বালু উত্তোলনের ব্যাপারে কোন অনুমতি নেই।
স্বরূপকাঠি ইউনিয়ন ভূমী সহকারী মোঃ এমদাদ হোসেন বলেন, বালু উত্তোলনের বিষয় আমার জানা নেই। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসন বা আমার দপ্তর থেকে কোন অনুমতি নেই।
ড্রেজার মালিক আব্দুস সালাম প্রথমে বলেন, স্থানীয় সংসদ সদস্যের মৌখিক অনুমতিতে সন্ধা নদী থেকে বালু উত্তোলন করছি। পড়ে তিনি আবার বলেন, পশ্চিম সোহাগদল স্কুলের একটি ভবন করার জন্য পুকুর ভরতে হবে তাই সোহাগদল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এবং গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা এনামুল হক বাদশা আমাকে এখান থেকে বালু উত্তোলন করতে বলেছেন।
সোহাগদল রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের পুকুর ভরাটের ব্যাপারে বলেন, আমি কিছুই জানিনা। কি কাজ হচ্ছে কি ভাবে হচ্ছে তা বাদশা চেয়ারম্যানই বলতে পারবেন আপনি তার সাথে যোগাযোগ করম্নন।
এ ব্যাপারে আওয়ামীলীগ সোহাগদল ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান বাদশা বলেন বালু উত্তোলনের জন্য স্বরূপকাঠির ফাইভ ষ্টার ড্রেজারের মালিক মোঃ বালু সালামকে দায়িত্ব দেয়া হয়েছে। স্কুলের পুকুর ভরাট করতে বালুর রেট কম পাওয়ার জন্য নদীর সুবিধা জনক স্থান থেকে বালু তুলতে মৌখিক ভাবে বলেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



