রক্ষার নামে তোমার আগমন; হে ধ্বংসবর্তিনী
শুভাগমন বার্তায় স্বস্তিতে নাচাও ঝরাপাতা
শান্তিবাণীর বদলে এ কি শুনাও তুমি?
সৃষ্টির উৎসবে মেতে উঠার আগেই কারা কেড়ে নিলো সকল অধিকার
প্রতিহিংসার আগুনে কারা ছিল আগুনের সহোদর
এ কি বৈপরিত্য নয়?
মানবিকতার টুটিচেপে অহমিকায় ভর করে
সর্বনাশী শৃঙ্খলে জড়ালে
ফিরে তাকানোর সময় কি ছিল না অবারিত
হে দূরবর্তী সর্বজ্ঞ অধিপতি
বিচারের নামে শাস্তি দিচ্ছ কাকে; আইন আদালত
অপরাধ আর অপরাধিকে আড়ালে রেখে লাভ নেয় কারা
অপরাধী সময় কাকে শোনায় তৃপ্তির গান
সময় তোমাকে পালাতে দেবেনা; অভিশাপে
কাঁদবে সৃষ্টির অযোগ্য ভুবন
কথা না রাখলে কাঁদতে হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




