গ্রাহকের সাথে প্রতারণা বন্ধে মাল্টি-লেভেল মার্কেটিং(এমএলএম)কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে বিদ্যমান কোম্পানিগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে লাইসেন্স নিতে হবে। ব্যর্থ হলে সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। আছে প্রশাসক নিয়োগের বিধানও।
এছাড়া নতুন করে কেউ এ ধরনের ব্যবসা করতে চাইলে তাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। লাইসেন্স বিহীন ভাবে কেউ ব্যবসা পরিচালনা করলে তাকেও একই ধরনের সাজা পেতে হবে।
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব শাস্তির বিধান রেখে এই আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইয়া সাংবাদিকদের একথা জানান।
সচিব বলেন, যেহেতু সংসদ অধিবেশন নেই। তাই এটি এখন অধ্যাদেশ আকারে জারি হবে।
তিনি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বেশ কিছু এমএলএম কোম্পানি গড়ে ওঠেছে। কিন্তু দেশে এর আইনি কাঠামো ছিলো না। তাই এগুলোর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল। কিন্তু প্রতারণা বন্ধে ও আইনি কাঠামোতে আনতে আইন জরুরি হয়ে পড়ে। এতে করে বিকাশমান এমএলএম কোম্পানিগুলো আইনের আওতায় আসবে। স্বচ্ছতা আসবে। নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে প্রতারণা বন্ধ করা যাবে।
তিনি বলেন, ‘নতুন আইনে এমএলএম কোম্পানি করতে চাইলে আগে কোম্পানি গঠন করতে হবে। এবং সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। তবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করতে এবং প্রতারণা করলে সরকার তার লাইসেন্স বাতিল ও স্থগিত করতে পারবে ।এছাড়া প্রয়োজনে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে সেই কোম্পানির নিয়ন্ত্রণ নিতে পারবে। সেখানে এক বা একাধিক প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।’
সচিব বলেন, ‘এর ফলে বিদ্যমান কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধ হবে না। তাদের কে অধ্যাদেশ জারির ৯০ দিনের মধ্যে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স না নিলে আইনগতভাবে দণ্ডনীয় হবে।’
তিনি জানান, নতুন করে লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আর বিদ্যমানরা ৯০ দিনের মধ্যে লাইসেন্স না নিলে একই মেয়াদে দণ্ড হবে। আইনে কেউ সরকারের অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর করলে ১ থেকে ১০ বছরের জেল অথবা ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
সাংবাদিকদের মোশাররাফ হোসেন আরও বলেন, ‘আইনে সম্ভাব্য ক্রেতার কাছে অনুমতি ছাড়া তার বাড়িতে যাওয়া যাবে না। এমন কাজ করলেও আইন ভঙ্গ হবে। এবং ৬ মাস থেকে ১ বছর জেল অথবা ১ লাখ টাকা জরিমানা দিতে হবে। আইনের বিদ্যমান কোন ধারা দ্বিতীয় বারের মতো লঙ্ঘন করলে সাজা দ্বিগুণ হবে। আইন না মানলে সংশ্লিষ্টদের বিনা ওয়ারেন্টে আটক করতে পারবে আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা।
এমএলএম আইনের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি ১০ বছর জেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।