চৌধুরী ও হোসেন তেমনি অপেক্ষায়, পৃষ্ঠা ওল্টানোর,
হাতের কলম কাটাকাটী করছে সস্তার নিউজ প্রিন্ট খাতায়
থেমে আছে সময়, থমকে গেছে ঘড়ির কাটা, নিঃশ্বাস ও!
৩৫ সেকেন্ড; ঘড়ির ব্যাটারি খোলা ৩৫ মিনিট অবধি।
পড়ার টেবিল, আম্মা ফ্লাস্ক রেখে গেছেন, চা ভর্তি।
রাত দুইট অবধি জেগে থাকার ফুয়েল।
আব্বা উকি মেরে গেছেন দুই বার,
বোনেরা ঘুমিয়ে পড়েছে, ক্লান্তির প্রান্তে।
নষ্ট হবে, হতে যাওয়া স্মৃতির পাতা বইছে
থমকে যাওয়া সময়ের স্রোতে, সময়ের কোলে
নষ্ট হবে, হতে যাওয়া জীবনের গল্পের শুরু
ঘোলা চোখে, ঘুম ভরা চোখে, চেনা জানা মুখের ভীরে
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




