
চিত্রঃ নাইটক্যাফে প্রম্পট
শোন শোন শোন বন্ধু শোন দিয়া মন
এ ঘন সন্ধ্যাতে এক ম্যানিজারের কথা করিব বর্ণন
সেথায় ছিল এক ম্যানিজার, চাকরি করেন ব্যাংকে
এক ধাপ দুই ধাপ কইরা তিনি পৌছাইছিলেন র্যাংকে
তাহার কথা কি করিব আর কথায় কথায় বর্ণনা
গল্পে গল্পে করিব আজ তাহার জীবন ও বন্দনা
হাতে তাহার ম্যালা পাওয়ার, কলমে বহুত জোড়
এক খোচাতেই খুইলা ফেলেন সকল বাধার দোড়
আশেপাশে দূর দূরান্তে আছেন তাহার যত কর্মী,
সবাই তারে পূজ্য করেন, হয়ে সহমর্মী
ম্যানিজারের আশে পাশে ওড়ে বহুত লোক
দুহাত ভরে আসে তাহার যেমনি আসে পোক
ডেপুটিরে দিয়া রাখছেন ভাল-মন্দ সকল দায়িত্ব
ভালো যা কিছু আছে হেথায় সব তাহার অর্জিত
কথায় কথায় কহেন, আমি সৎ শতভাগ
অফিস চালায় নানান উপায়, দ্বিতীয় ভাগ
আজকে মত হইল তাহার অনেক বন্দনা,
এ বেলায় লইব বিদায় সালাম ও জানাইয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



