খাঁচার ভিতর সঙ্গী ছাড়াই একলা আমি থাকি।
দিন চলে যায়, আসে রাত,
রাত শেষে আসে ভোর
কষ্টে আমার বুক ফেটে যায়, গুনছি মৃত্যুর প্রহর।
আমি এক বন্দী খাঁচার পাখি।
ছোট্ট খাঁচার মধ্যে থেকেই নীল আকাশকে দেখি।
কত স্বপ্ন ছিল আমার,
নীল আকাশের বুকে বাঁধবো বাসা
আহ্ কষ্টে আমার বুক ফেটে যায়,
বৃথাই করি আসা।
আমি এক বন্দী খাঁচার পাখি।
খাঁচার ভিতর বন্দী থেকেই করি ডাকাডাকি।
ভোর হলে কান পেতে থাকি,
দেখি নীল আকাশে অজস্র মুক্ত পাখি।
তারা আমাকে ডাকছে, যাচ্ছে তারা দূর দিগন্তের দেশে
কষ্টে আমার বুক ফেটে যায়
চোখ জলে যায় ভেসে।
মানুষ তোমরা কত নিষ্ঠুর!!!
আমাদের বন্দী করে তোমাদের কি লাভ বলো?
আমার মত শত সহস্র পাখীদের বন্দী করেছো,
বিক্রি করেছ বাজারে
কষ্টে আমার বুক ফেটে যায় ছোট্ট এই কারাগারে।
একাকী বন্দী ঘরে, কেউ কি থাকতে পারে?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



