অবশেষে ৭১ এর ঘাতক যারা পাক বাহিনীর দোসর নামে পরিচিত, তাদের বিচার শুরু হল।
আমার মনে হচ্ছে বিচারের নামে প্রহসন চলছে। যারা বিচার কাজের সাথে যুক্ত তাদের গ্রহণযোগ্যতা নয় তাদের দ্বারা বিচার কত দূর এগুবে তা নিয়ে আমি শংকিত।
তাদের উদ্যোম নিয়ে আমার প্রশ্ন। মেধাবী ও উদ্যোমী আরও অনেকে ছিলেন। তাদের নেওয়া যেত।
অনেকে সরকারের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনেকেই আঙ্গুল তুলছেন। তারা আন্তরিক নন।
তবুও আশা দেখা যাক কি করেন তারা। এই বিচারের পাশাপাশি অন্যান্য দিকেও তারা লক্ষ্য রাখবেন আশা করি।
সাধারন মানুষ পরিবর্তন চায়। সব সরকার আশা জাগায়। কিন্তু লোভ আর লালসা সব শেষ করে দেয়।
তবুও আমরা পরিবর্তন করি। করেই চলব এবং আশা থাকবেই....... হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




