মুজুরী বোর্ড কর্তৃক ঘোষিত পোশাক শিল্প শ্রমিকদের জন্য নূন্যতম বেতন নিয়ে পক্ষে বিপক্ষে চলছে কথার ফুলঝুরি।
কেউ বলছেন ভাল বেতন কাঠামো, কেউ ভাল নয়, কেউ সময় দরকার আরও ইত্যাদি.........।
যাদের জন্য এ বেতন কাঠামো তাদের জীবন যাপন কি ধরন তা কেউ কি খুব কাছে থেকে দেখেছেন।
আর যারা পোশাক শিল্পের মালিকপক্ষ তাদের জীবন যাপন কি রকম তা প্রায় সবাই বলতে পারবেন। তাদের বিলাস বহুল জীবন যাপন থেকে একটি অংশ তারা তার কারখানার শ্রমিকদের জন্য খরচ করুন না। দেখুন তার ফলাফল।
আপনার লাথের ছোট্ট অংশ তাদের উৎসাহ ভাতা দিয়ে দেখেন না তাদের কর্ম দক্ষতা বাড়ায় কিনা, আপনার উৎপাদন বৃদ্ধি পায় কিনা?
আমি জানি উৎপাদনের সাথে অনেক খরচ যুক্ত। বিদুৎ না থাকায় তেলের খরচ অনেক বেশি। হরতাল, অবরোধ আরো অনেক সমস্যা। আরো অনেক খরচ..........। আমি জানি।
আমি এও জানি যে, শ্রমিকদের জীবন যাত্রা কতটা কষ্টের, কতটা অভাবের। আপনি তাদের যা দেন তার সাথে রক্ত পানি করা অতিরিক্ত সময় চাকুরী করে কতটা তারা পায় সবাই জানে।
তাদের ব্যপারে আমরা সবাই উহ্ আহ্ করি। বাস্তব অবস্থা...............।
মালিক পক্ষ আরও আন্তরিক হবেন আর শ্রমিকগন ধর্য্য ধারন করে তাদের এগিয়ে যেতে হবে। নাহলে অন্যরা তো বসে আছে বাজার ধরার জন্য।
একটু আন্তরিক হই আমরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




