আজ আমি যাত্রা করলাম উবুন্টুর জগতে। তাই সর্বপ্রথম আমি আমাকেই স্বাগতম জানালাম। আমি এখন যে পোস্ট দিচ্ছি, সেটা উবুন্টু পরিবেশ থেকেই। প্রথমে খুব ভ্য় লাগছিল। কিন্তু ইনস্টল দেবার পর আর লাগছে না। এখন একটা সমস্যা লাগছে যে কোন .mp3, .avi প্রভৃতি ফাইল ওপেন হচ্ছেনা। আশাকরি সমাধান হবে। নেট লাগিয়ে ওরকম কিছুর ই আভাস পেলাম। তাছাড়া আপনারা তো আছেন ই। কি বলেন???
ঘটনাটা এরকম ঘটল যে হঠাৎ ইচ্ছে হল যে লিনাক্স ইউস করব। বস লিনাক্স এর ডিভিডি টা ওরাই চেন্নাই থেকে ফ্রী পাঠিয়েছিল। কিন্তু ডিভিটা আমার হাতেই স্ক্র্যাচ পড়ে গেল। কি আর করা সব ফাইল কপি করতে পারল না। সংগে সংগে এক বন্ধুর কাছে থেকে যোগার করে নিলাম এই উবুন্টু টা। ইনস্টল দিয়ে ডাটে কাজ করছি।
সবচেয়ে বড় ব্যাপার যে নিজে নিজেই এটা আবিস্কার করছি। এতে সাহস বেড়ে যাচ্ছে। আর উইন৭ তো সাইডে আছেই। তবে আর চাপ কেন???
আর নয় পাইরেটেড এর চিন্তা!!! চলো উবুন্টু, লেটস গো !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




