শুভ বিকাল,
আমি আপনাদের আজ এমন একটা সফ্টওয়্যার এর সাথে পরিচয় করাবো যেটার মাধ্যমে আপনারা ফ্রীতে দেশে-বিদেশে কল করার সুবিধা পাবেন ।
সিস্টেম রিকো্য়ারমেন্ট :: অ্যানড্রয়েড ওএস ( মোবাইল ) , ইন্টারনেট সংযোগ।
সফ্টওয়্যার :: টেক্স্টমি (TextMe)
পদ্ধতি :: গুগল প্লে থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নতুন এক্যাউন্ট বানিয়ে কল করা শুরু করুন। সাইন ইন করার সাথে সাথে আপনাকে কিছু ফ্রী ক্রেডিট দেয়া হবে। কল করলে আপনার সেই ক্রেডিট থেকে পয়েন্ট কাটা হবে। আমাদের দক্ষিন এশিয়ান দেশগুলোতে মোটামুটি ২ক্রেডিট/মিনিট আর এসএমএস এ - ৫ ক্রেডিট/এসএমএস হারে কাটা হয়। ক্রেডিট ফুরিয়ে গেলে কয়েক সেকেন্ড এর ভিডিও দেখে বা ওদের রেকমেন্ডেড অ্যাপস ইনস্টল করে ক্রেডিট বাড়াতে পারেন।
বি দ্র : যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। ১০০% পরীক্ষীত। আইফোন বা উইন্ডোস ফোন থেকেও করা যায় (আমি টেস্ট করিনি)। বাজার এ এরকম কিছু অ্যাপস থাকলেও এটাকেই বেশী রিলা্যেবল লেগেছে আমার কাছে। আর আপনাদের অভিজ্ঞতাও জানাবেন। ধন্যবাদ। হ্যাপি কলিং !!!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




