যে কোন ব্যাপারে জরিপ ব্যাবহারকারীদের মতামত জানতে সহায়ক। ধরেন অাপনে মুদির দোকানে গেলেন দোকানদর অাপনাকে বল্ল
মামা অাপনে কি অামারে কইতে চান দোকানে কি কি রাখলে ভাল হয়?
অপনে বল্লেন
হ্যা বলতে সমস্যা নাই। তার পর অাপনাকে প্রশ্ন করলো, অাপনারা কোন সাবান বেশী ব্যাবহার করেন? বাসায় কতজন? অাপনারা কতজন এই সাবান ব্যাবহার করেন?
অাপনে ফ্রী সাবান বা দোকানদারের উপকারের নিমিত্তে সব উত্তর দিলেন।
কিন্তু যদি এমন হয় দোকানদার অাপনে বাইরে থেকে দোকানে ঢুকলেই বলে
মামা অাপনে কি অামারে কইতে চান দোকানে কি কি রাখলে ভাল হয়?
এমন ৭-৮ দিন দৈনিক ৬-৭ বার হলে অাপনার কি অবস্থা হবে?
অামার হইছে সেম দশা দোকানদার হলেতো মাইর খেতো কিন্তু এখন মারবো কারে? প্রত্যেকবার ঢুকার সময় এই বিরক্তিকর জিনিসটা সামনে চলে অসে। এর থেকে কি ভাল কোনো উপায় ইন্টাফেস ডিজাইনাররা বের করতে পারলো না?
এই ব্যাপারে কি অামি একাই বিরক্ত নাকি অন্যদেরও অামার মত অবস্থা?
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



