তসলিমার নাসরিনের আপন একজন মামা একটা বই লিখছে। বইটার নাম হচ্ছে “তসলিমার মামা বলছি”। বইটার ভিতর ছোট বেলা থেকেই তসলিমার নোংরামির পাশাপাশি কিছু ভয়ঙ্কর সত্য কথা আছে। তসলিমার মামা লিখেছে যে, যখন তসলিমার ম
া মারা যায় তখন তসলিমা পাশেই বসা ছিল এবং মায়ের মৃত্যু প্রত্যক্ষ করে তসলিমার ভিতরে এক বিশাল পরিবর্তন আসে। সে তাঁর মামাকে বলে, মামা আমি বায়তুল মোকাররমের হুজুরের কাছে গিয়ে তওবা করবো এবং ইসলামের বিরুদ্ধে আমার লেখার জন্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইবো। কিন্তু তারা বাবা তসলিমাকে তওবা করতে দেয় নাই কারণ তসলিমা তওবা করলে নাকি তাঁদের বিশাল ক্ষতি হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে লেখার জন্যে দেশের বাহির থেকে যেসব অগ্রিম টাকা এসেছে তা নাকি ফেরত দিতে হবে। তাই তসলিমার বাবা আর ভাই মিলে তসলিমাকে রাতারাতি দেশের বাইরে(সম্ভবত ফ্রান্স) পাঠিয়ে দেয় কেননা তসলিমার এইসব টাকা দিয়েই ওদের পুরু পরিবার চলতো। একবার তসলিমার মা (তখনও মারা যায় নাই) এবং নানী জিজ্ঞাসা করে ,এই তুই নাকি আল্লাহ্ ও রাসুলের বিরুদ্ধে লেখালেখি করস? এইসব বাদ দিয়ে গল্প কবিতা লেখ। তসল
িমা উত্তর দেয় , শুন নানী, আল্লাহ্ ও রাসুলের বিরুদ্ধে না লিখলে না খেয়ে মরতে হবে, আল্লাহ্ ও রাসুলের বিরুদ্ধে না লিখলে টাকা আসবে কোথায় থেকে? এই যে দেশের বাহির থেকে টাকা আসে এইগুলো তো আল্লাহ্ রাসুলের বিরুদ্ধে লেখার জন্যেই আসে।
বিঃদ্রঃ- তসলিমা নাসরিন আজ দেশ ছাড়া। এতে এটা ভাবার কোন কারণ নাই যে, বাংলাদেশে এখন আর কোন তসলিমা নাসরিন নাই এবং ইসলামের বিরুদ্ধে লেখার জন্যে দেশের বাহির থেকে ডলার আসা বন্ধ গেছে। বাংলাদেশে এখন হাজারো তসলিমার জন্ম হয়েছে তা পত্রিকার পাতা খুললেই দেখা যায়। তবে এখনকার তসলিমারা একটু চালাক। ওঁরা ঐ বোকা তলসিমার মত ডিরেক্ট একশনে যায় না। তাহলে আবার দেশ ছাড়ার ভয় আছে। তাই বর্তমান তসলিমারা খুব কৌশলে কার্য উদ্ধার করতেছেন। এর মাঝে আবার কিন্তু কিছু পুরুষ তসলিমাও আছেন যারা নিয়মিত পত্রিকায় ইসলামের বিরুদ্ধে কলাম লিখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


