ভোট দিয়েছেন। তারপরও অবস্থান করছেন ভোট কক্ষে। হাতে তার দামি মোবাইল ফোন। এজেন্ট, প্রার্থী, সহকারি প্রিসাইডিং অফিসার, দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট কারো কি সেই সাহস হবে তাকে বের করে দেবার? না তাদের সে সাহস আছে বলে দেখা যায়নি বুধবার কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সেখানে তাদের অনেকটাই অসহায় দেখা গেছে। এরপর তাদের সহায় হয়ে ভোট কেন্দ্রে আসেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম হাসিনা ইসলাম। তিনি আসার পর একজন এজেন্ট দাড়িয়ে ক্ষমতার এই বটবৃক্ষ কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের আইন বহির্ভূত অবস্থানের বিষয়ে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন মেয়রের কাছে জানতে চান যে, তিনি(মেয়র)ভোট দিয়েছেন কিনা? উত্তরে মেয়র দেয়া হয়েছে জানালে ইউএনও তাকে ভোট কক্ষে ত্যাগের নির্দেশ দেন। কিন্তু সে বিষয়ে কর্ণপাত করেননি মেয়র জুয়েল। তিনি উত্তরে বলেন, পৌর কাউন্সিলরদের ভোট দেয়া শেষ হলেই তিনি যাবেন। এরপর তিনি মহিলা বুথ থেকে বেড়িয়ে পুরুষ বুথে এসে ইউএনওর পাশে দাড়িয়েই আবারও মোবাইল চালনায় ব্যস্ত হয়ে পড়েন।সূত্র
ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন জেন একাত্তর, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।