জীবনটাকে পাশ কাটিয়ে প্রবেশ করবে সুখের ঘরে
অলীক অনেক মোহের মাঝে এটাকেও শামিল করে।
কেমন হবে জীবনের রঙ জনে জনে তা অজানা
কারো কাছে নারীই জীবন, কারো কাছে গাড়ী
কারো কাছে ভোগই জীবন, কেউ বা আবার ত্যাগী।
কেউ যখন দেয় অর্ঘ সৌন্দর্য্য তলে
অনেকে তখন হয় দলিত পদতলে
কেউ যখন সুখের তলে উজাড় করে জীবন তিলে তিলে
অনেকে তখন ভোগ করে তা অবহেলা ভরে।
এসবের হিসেব করে জীবনের মোকাবেলা
দিতে পারে সুখের সন্ধান,সুখ জীবনের উষ্ণতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




