আমাদের আন্দোলন অসফল হওয়ারই তো কথা ছিল। কারণ-
১। আমরা দাবী আদায়ের লক্ষে কারও মাথার খুলি গুরিয়ে দিতে পারিনি। মানুষের মাথায় রড ঢুকিয়ে দেয়ার পরিবর্তে আমরা ঢোকাতে ছেয়েছি দেশের প্রতি ভালবাসা।কি হাস্যকর।
২। আমরা রেল লাইন উপড়ে ফেলতে পারিনি। গাড়িতে, বাসে,ট্রেনে আগুন লাগাতে পারিনি। আমরা জ্বালিয়েছি মোমবাতির আগুন!!আমরা কি বেকুব!! আমরা কি জানিনা ফুঁ দিলেই মোমবাতি নিভে যায়, আর ওদের জালানো আগুন নেভাতে ফায়ার ব্রিগেড লাগে। সরকার কেন আমাদের পাত্তা দেবে?
৩। আমরা কয়েক কোটি টাকা খরচ করে,হাজার গাড়ি ভাড়া করে,লাখ লোক জোগাড় করতে পারিনি। আমরা নিজেদের টাকা খরচ করে বড়জোর একটা পতাকা কিনে মাথায় পরতে পেরেছি, খুব বেশি হলে কিছু খাবার আর পানি কিনে মিছিল রত সহযোদ্ধাদের তৃষ্ণা নিবারণ করতে পেরেছি ।আমরা কি ভুলে গেছি টাকাই পৃথিবীর প্রধানতম সত্য, আবেগ টাকার কাছে নির্মমভাবে পরাজিত হয় সবসময়।
৪। আমাদের ধর্ম বিশ্বাস ও ভ্রান্ত। আমরা ভাবি নিজের ধর্ম সঠিকভাবে পালন করা আর অন্যদের নিজেদের ধর্ম পালনের সুযোগ দেয়াই প্রকৃত ধর্ম। আমরা ভেবেছি আমার আমলনামা, আমার ধর্মচর্চা সঠিক কিনা সেটা নির্ধারণের ক্ষমতা সৃষ্টিকর্তার!! অথচ ওরা কত বুজুর্গ, সৃষ্টিকর্তার দায়িত্ব ওরা নিজেরাই পালন করতে পারে। অন্যদের কত সহজে নাস্তিক, কাফির বলতে পারে!! এই অতি সংবেদনশীল ধর্মীয় অনুভুতির দেশে আমরা টিকবো কিভাবে!!
৫। আমরা ভুলে গেছি,’ হাতিয়ারের চেয়ে কলম উত্তম” এসব অচল ধারণা। আমাদের বাসায় অস্ত্র নেই,মিছিলে চাপাতি, ককটেল , চাইনিজ কুড়াল নেই। আমাদের মত পুরানো ধ্যান ধারণায় বিশ্বাসীদের পতন তো হওয়াই উচিৎ।
সুতরাং এগিয়ে যাও DIGITAL বাংলাদেশ। আমরা আমাদের অর্থহীন ভালবাসা, সীমাহীন আবেগ, লাল সবুজের এক টুকরা অবহেলিত কাপড় মাথায় পড়ে নিজেদের মানবতাবোধের দুর্বলতায় ,মুক্তমনের নির্যাতনে , স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল হয়ে পড়ে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



