somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার বছর ধরে আরেক ফাল্গুনের অপেক্ষায় 

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পৃথিবীতে বিশেষ গুণসম্পন্ন ব্যক্তিগন হাজার বছরে একবার আসে । আর জাতিকে এমন কিছু দিয়ে ঋণী করে রাখে যে সেই জাতি তাঁর শেষ রক্তবিন্দু দিয়েও সেই ঋণ সামান্যতম শোধ করতে পারেনা । শ্রদ্ধেয়  জহির রায়হান নিজেই ছিলেন একটি ইন্সটিটিউট । বেঁচে থাকলে বাঙালী জাতিকে আরো অনেক কিছুই নিজ হাতে শেখাতে ও দেখাতে পারতেন ।




জহির রায়হান ১৯৩৫ সালে ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক ও ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। জহির রায়হান শুরুতে কলকাতায় মিত্র ইনিস্টিউটে ও পরে আলীয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন। ভারত বিভাগের পর পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গ্রামে চলে আসেন।




জহির রায়হানের সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র 'জীবন থেকে নেওয়া' এর পোস্টার; Image Source: CodePen


তিনি ১৯৫০ সালে আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন এবং ঢাকায় কলেজে ভর্তি হন। আই.এসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাংলায় স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। অল্প বয়সেই তিনি কম্যুনিস্ট রাজনীতিতে আকৃষ্ট হন। তখন কম্যুনিস্ট পার্টি নিষিদ্ধ থাকায় গোপন পার্টিতে তাঁর নাম রাখা হয় ‘রায়হান’। আসল নাম ছিল জহিরুল্লাহ। পরবর্তীতে জহির রায়হান নামে পরিচিত হন।




তিনি মাত্র ৩৭ বছরের স্বল্পকালের জীবনে যে সৃষ্টি রেখে গেছেন তা অসামান্য। তাঁর উপন্যাস ‘হাজার বছর ধরে’ নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাত্র ১৪ বছর বয়সে ‘ওদের জানিয়ে দাও’ কবিতায় তিনি উচ্চারণ করেছিলেন, ‘মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে।’ ১৯৬১ সালে তিনি অভিনেত্রী সুমিতা দেবীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ১৯৬৮ সালে অপর অভিনেত্রী সুচন্দাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন।



প্রথম স্ত্রী সুমিতা দেবী ও ছেলের সাথে জহির রায়হান; Image Source: IMDB



দ্বিতীয় স্ত্রী নায়িকা সুচন্দার সাথে 


মাত্র ২০ বছর বয়সে প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ লেখেন। আর দুই দশকে সাতটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ লিখেছেন। মাত্র ২৬ বছর বয়সে প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন। এছাড়া এক দশকে বাংলা, ইংরেজি ও উর্দু ভাষার ১০টি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা করেছেন। প্রবাহ ও এক্সপ্রেস–এর মতো সাময়িকপত্র সম্পাদনার স্মরণীয় কীর্তিও দেখিয়েছেন। পেয়েছেন সেরা চলচ্চিত্র ও বইয়ের পুরস্কার।




১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে ১০ জন প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করেন তিনি তাঁদের অন্যতম। তাঁকে মিছিল থেকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়। ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়। অন্যান্য গ্রন্থের মধ্যে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদীর মতো প্রখ্যাত সাহিত্য সৃষ্টিও রয়েছে। হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন। ১৯৭২ সালে পান বাংলা একাডেমী পুরস্কার।




বেহুলা সিনেমার শ্যুটিং চলাকালীন পরিচালক জহির রায়হান দিকনির্দেশনা দিচ্ছেন; Image Source: IMDB


কথাশিল্পী হাসনাত আবদুল হাই জহির রায়হানকে নিয়ে লেখেন, ‘আমাদের সবার জহির ভাইকে নিয়ে পঞ্চাশের দশকে একটি গল্প চালু ছিল। তিনি নাকি তাঁর গল্পের সাধারণ মানুষের মুখের কথা শোনার জন্য চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। উপযুক্ত সংলাপ শুনলেই নোটবইতে টুকে নিতেন।’




১৯৬১ সালে তাঁর পরিচালিত চলচ্চিত্র কখনও আসেনি মুক্তি পায়। তারপর সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা তৈরি করেন। ‘জীবন থেকে নেয়া’ ছবিতে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করে।




উপমহাদেশের প্রথম রঙিন সিনেমা সংগমের পোস্টার; Image Source: IMDB


এছাড়া তিনি লেট দেয়ার বি লাইট নামে ইংরেজি ছবি নির্মাণ শুরু করলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তা শেষ করতে পারেননি। ১৯৭১-এর ২৫ মার্চের পর কলকাতায় গিয়ে স্টপ জেনোসাইড নির্মাণ করেন। সেটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে। তিনি কাঁচের দেয়াল ছবির জন্য অনেক পুরস্কার লাভ করেন।



বিশ্বনন্দিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড' এর একটি দৃশ্য; Image Source: Daily Sun



জহির রায়হান তাঁর চলচ্চিত্রের মধ্য দিয়ে ভাঙতে চেয়েছেন মানবিক সম্পর্কের মধ্যে থাকা বিচ্ছিন্নতার অতিসূক্ষ্ম ‘কাচের দেয়াল’। একুশের মতোই ধারণ করেছেন একাত্তরের আগুন। একাত্তরের মার্চে গঠিত ‘লেখক সংগ্রাম শিবির’–এর অন্যতম সদস্য ছিলেন। একুশ ও একাত্তরের জহির রায়হান যেন তাঁর গল্প-উপন্যাসের চরিত্রেও একাকার।



১৯৬৫ সালে পাকিস্তান ফিল্ম ফেস্টিভালে বক্তব্য পেশ করছেন; Image Source: IMDB

১৯৭১ সালে জহির রায়হানের বড় ভাই আরেক প্রখ্যাত লেখক শহীদুল্লা কায়সারকে দুর্বৃত্তরা তাঁর বাসভবন থেকে তুলে নিয়ে যায়। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর খবর পান, শহীদুল্লা কায়সারকে মিরপুরে রাখা হয়েছে। তিনি তখন তাঁকে উদ্ধারের জন্য যান। কিন্তু আর ফিরে আসেননি। ওই দিনটিই জহির রায়হানের অন্তর্ধান দিবস হিসেবে পালন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পালিত হবে সামনের বছর। আর ২০২২ সালে ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি। এমনই এক মাইলফলকের সময়ে জহির রায়হানের জন্মের ৮৫ বছর পূর্ণ হয়েছে আজ। তাঁর জীবন সংগ্রাম ও সৃষ্টিতে অমর একুশে ও একাত্তর যেন এক অবিচ্ছেদ্য অংশ। কথাশিল্পী, চলচ্চিত্রকার, আলোকচিত্রশিল্পী, ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা এমন নানা্ন বিশেষণে ভূষিত তিনি।


তথ্যসূত্র ঃ টিডিসি  রিপোর্ট
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×