অনেক কাঠখর পুড়িয়ে রেজিস্ট্রেশন করলাম, কিন্তু কি লিখব বুঝতে পারছি না। লিখালিখির ইচ্ছা আমার বহুদিনের। লিখব লিখব করে এতদিন শুরু করা হয়নি। কোথায় যেন পড়েছিলাম- “যারা লিখালিখি করতে ইচ্ছুক কিন্তু এখনও শুরু করেন নি, তাঁদের আর শুরু করার দরকার নেই। কারণ, তাঁদের অবস্থা হবে সেই ছেলেটির মতো, যে প্রতিদিন ই ক্লাস এ হাতের লিখা আনত না আর টিচার জিজ্ঞেস করলেই বলতো, স্যার হাতের লিখা সুন্দর না,তাই আনি নি। হাতের লিখা সুন্দর হউক তারপর আনব।“
যে কারণেই হউক এতদিন লিখা শুরু করা হয়নি এটাই বাস্তবটা। শুরু যখন করেই ফেললাম এবার মনে হয় এর শেষ না দেখে ছাড়া উচিত হবে না।
প্রিয় ব্লগার বন্ধুরা, আশা করি আপনদের সাথেই থাকব। আপনাদের পরামর্শ পেলে আমার চলার পথ আরও সুগম হবে বলে মনে করি।
সবাই সবুজ থাকবেন। শুভ বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




