আমার দোস্ত মাহবুব এর সাথে অনলাইনে আড্ডা দেওয়া হই না আখন ... সবছাইতে আপন মানুষটা আখন আর আমারে নিয়া আড্ডা দেয় না ... আর এক দোস্ত এর সাথে কাথা কাটাকাটি হল খুব সামান্য একটা বেপার নিয়া ... ইউনিভার্সিটির প্রোফেসর স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করে ...
যতটুক মনে পরে ইউনিভার্সিটির ১ম সেমিস্টারে বন্ধু মাহবুব এর অনুরোধে সদ্য জানা ফেসবুকে নাম লেখালাম ... জানতাম না এর কোনো কিছুই ... কি হয় এইটা দিয়া ... প্রথম প্রথম তেমন একটা ব্যাবহার করতাম না ...
আস্তে আস্তে কখন যে ফেসবুক নিজ এর লাইফ এর একটা অংশ হল বুজতেই পারলাম না ... স্ট্যাটাস না দিলে দেখালাম মন এর মাঝে খুঁতখুঁত করে ...
আড্ডা, জগরা রাগ বাঁশ দেওয়া ... ক্লাস নিয়া আলচনা করা ... প্রায় সবকিছু আক সময় ফেসবুক দিয়া করতাম ... এমনকি অঙ্কের সমাধানও ...
আর এখন আগের মতো কিছুই হয় না ... একটা ছবি আপলোড এর কারনে মাহবুব এর সাথে সম্পর্ক খারাপ হল ... আমার মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক ও ভেঙ্গে গেলো যা ফেসবুক এর কল্যাণে হইছিল ...
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



