১। **** হালকা ত্যানা পেঁছিয়ে বলতে পারেন - "তবুও আমার আনন্দ কম হচ্ছে না।" (ভুলেও বলবেন না আনন্দ বেশি বেশি হচ্ছে।)
২। মিথ্যা করে হলেও বলবেন এটা দরবেশের লুটপাটের টাকায় করা। (যদিও বেক্সিমকো গ্রুপ এবং বসুন্ধরা দুই গ্রুপই ফ্রীকোয়েন্সি বরাদ্দের এজেন্সিশীপ পাওয়ার একটা সম্ভাবনা আছে। )
৩। নানাবিধ গল্প ফেঁদে এবং হালকা ক্যালকুলেটর টিপে বলতে পারেন- এত টাকা খরচ করে ১৫ বছরে লাভ তুলতে পারবে'তো? দেশের মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে রকেট তুলা হচ্ছে? যমুনা সেতু /পদ্মা সেতু বানানোর সময় যেমন বলেছিলেন ৫/১০ টাকায় ফেরী পার হওয়া যায়, এত টাকা দিয়ে সেতু বানিয়ে লাভ কী? টোলই যদি ১০০ টাকা লাগে?
৪। বলবেন আগে এটা দূর হোক ঐটা দূর হোক । দেশের দারিদ্রের হার কমুক। হালকা মানবতাবাদী আবেগ এবং হাইপোথিটিকেল টার্ম যোগ করে রিজভীর সংবাদ সম্মেলনীয় ভাষায় বলবেন; বিশাল বিশাল বিজ্ঞানী ঘরে ঘরে জন্ম নিক । তারপরে না হয় ২০৯০ সালের কোন এক ঈদের পরের দিকে স্যাটেলাইট তুলা যাবে।
৫। উপরের ৪টি পয়েন্ট যদি কাজে না দেয় তাহলে ডিরেক্ট লাজ শরমের মাথা খেয়ে বলবেন "এটা তারেক জিয়ার ১৯৮০ সালের স্বপ্ন ছিলো।" কারণ সত্য মিথ্যা যাচাই করার সময় এদেশের মানুষের নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


