না হয় ভীমরতি ধরুক বার্ধক্যে-
জেগে উঠুক ফ্রেমহীন যৌবন আর বয়সী যৌবনের ঘুমিয়ে যাওয়া স্বপ্নগুলো,
যে স্রোত হারিয়েছে ছন্দ সেও আজ ছন্দে মাতুক
যে ঢেউ হারিয়েছে কূল সেও আজ কূল পাক
ছন্দ পাক স্রোত, কূল পাক হারানো ঢেউ; আর আমি-
বাসন্তী ছুঁয়ে হয়ে যাই বসন্ত ফের; ডেকে বলি,
‘এই যে, দেখো আমি সেই বসন্ত যাকে ছুয়েছিলে প্রথম বসন্তে।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



