তনু শরীর সুস্থ রাখার জন্য যদি ওষুধ কিনতো
সেখানেও দিত হত ভ্যাট
তনু, ইয়াসমিনের ভ্যাটের টাকায়-
দেশে কিছু ছাগল পালিত হয়,
কিছু শূয়রের পাছার নিচে চেয়ার শক্ত থাকে,
কিছু মানুষ (?) ঘেউ ঘেউ করে, কবিতা লেখে-বাহাবা খোঁজে
ভ্যাটের টাকায় চলে প্রহসন,
দাফন আর কাফন
কাফন আর দাফন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



