আশরাফ জাহান
Email: [email protected]

Photo: The Judgement of Paris, Peter Paul Rubens, c. 1636
১
বিশ্বের সবচেয়ে অনিরাপদ ও ভয়ংকর এক রাষ্ট্রে আজ বাস করছি আমরা
চারদিকে শুধু হত্যা গুম আর ভয়
কখন যে কী হয় !
আজ দশ বছর যাবৎ আমাদের চারদিকে ঘিরে রেখেছে গ্রীক বাহিনী
কিন্তু কি অন্যায় করেছি আমি ?
হে মাতা হেরা !
হে দেবী হেরা !
কি অন্যায় করেছি আমি কিংবা আমার দেশবাসি?
২
আমার আজো মনে পরে আইডা পর্বতের পাদদেশের সেদিনের কথা
যেদিন তোমরা তিন ভয়ংকর সুন্দরী দেবী এসেছিলে
তোমাদের অদ্ভূত খেয়াল নিয়ে
তোমাদের মধ্যে যে বেশী সুন্দরী
তাকে দিতে হবে কলহের দেবী আইরিসের সোনার আপেল !
৩
হে দেবী হেরা !
তুমি আমাকে বানাতে চেয়েছ পৃথিরীর সবচেয়ে বড় রাজা
দেবী অ্যাথিনী বানাতে চেয়েছে পৃথিরীর সবচেয়ে বেশী জ্ঞানী
আর দেবী আফ্রদিতি দিতে চেয়েছে সবচেয়ে সুন্দরী নারী !
তখন রাখাল ছেলে ছিলাম আমি !
ছিলাম ভেড়াদের সবচেয়ে সুখী রাজা আমি !
আর জ্ঞান !
সেটার কম থাকলে কি আর তোমরা আমার কাছে এসেছিলে!
অভাব ছিল শুধু সুন্দরী নারীর
আর তাকেই তো চেয়েছিলাম আমি !
৪
হে দেবী হেরা !
আজ তুমি আর দেবী অ্যাথিনী এক হয়ে গ্রীকদের নিয়ে যুদ্ধ করছ
আমার দেশের বিরুদ্ধে!
চারিদিকে শুধু হাহাকার ! অভাব ! ভয় ! শংকা !
মৃত্যুর ভয় ! নিখোঁজ হয়ে যাওয়ার ভয় !
তোমার রোশানলে পরার ভয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


