আমার মন যখন বেদনায় নূহ্য,
তুমি তখন সীমাহীন আনন্দে বিহ্বল।
আমার অব্যাক্ত বেদনা গুলো যখন বৃষ্টি হয়ে ঝরে,
তোমার আকাশে তখন ঝলমলে রোদের উজ্জ্বলতা।
এ কেমন সমীকরন আজ তোমার আমার।
এমনটা তো হওয়ার কথা ছিলনা কখনও,
আজ এক গ্রহ-বাসী হয়েও যেন,
আমরা ভিন্ন গ্রহের দু'টি ভিন্ন জীব।
চির চেনা হয়েও আজ তুমি আমার কাছে এক অজানা রহস্য।
এ কেমন সমীকরণ তোমার আমার।
এ কী আদৌ কোন সমীকরণ নাকি বিভাজন ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



