জানো মেঘা,
দেখতে দেখতে দশটি বছর পেরিয়ে গেল । সব কিছুই বদলেছে, সব মানুষ সামনে এগিয়েছে, তোমাতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া ।
কিন্তু এতো বছর পরও আমি এখনও সেই জায়গাটিতেই, সেই দিন গুলো আর আমাকে দেয়া তোমার মুক্তঝরা স্মৃতি গুলো নিয়ে ঠায় দাড়িয়ে আছি ।
তোমার দেয়া সেই ভালবাসা ভরা মায়ায় জড়ানো শিকল এতোটাই শক্তিশালী যে, আজও ভাঙ্গতে পারিনি । আজও পারিনি সেই শিকল থেকে নিজেকে মুক্ত করতে ।
তাই আর চেষ্টাও করি না। এটাই যে তোমার দেয়া আমার শেষ সম্বল । এই স্মৃতির শিকল জড়িয়েই তো আজও বেঁচে আছি । কুয়াশার চাঁদরে ঢাকা ঘোলাটে নীতির এ সমাজে দিকহীন, উদ্দেশ্যহীন যাযাবর এই জীবনটাকে পৃথিবীর দূষিত বায়ু টেনে আজো বাঁচিয়ে রেখেছি ।
আমাকে যে বেঁচে থাকতেই হবে, নয়তো তোমাকে হারিয়ে পাওয়া সেই স্মৃতি গুলোর পরিচর্যা কেইবা করবে। এতেই যে আমার আনন্দ, বেঁচে থাকার সার্থকতা ।
মাঝে মাঝে এরা কাল্পনিক পরিণতি চায় কিন্তু হঠাৎ তোমার বাস্তবিক নিরব উপস্থিতি আর চোখের সাংঘর্ষিক দৃষ্টিকে ফাঁকি দিয়ে এক পলকে চেয়ে দেখার নির্লজ্জ ও দুঃসাহসিক প্রয়াসেই প্রমাণ করে কতটা ভিত্তিহীন, অহেতুক সেই কল্পনা ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



