
সেদিনের সেই উষ্ণ স্পর্শ গুলো আজ এতো শীতল কেন ?
সে স্পর্শ, সে ছোঁয়া যা আমাকে করত উজ্জীবিত, প্রাণবন্ত, বাড়িয়ে দিত হৃদ-স্পন্দন, চোখে জ্বলজ্বল করত আবেগপ্লুত আলোর ঝলকানি, যাতে দগ্ধ হতে তুমি। লজ্জাবতীর মত লুকিয়ে ফেলতে তোমার লাজুক মুখ-খানি । আর তোমার মুখ উন্মোচনের চেষ্টা বৃথা করে জড়িয়ে ফেলতে আমায় তোমার পাঁজরে ।
সেদিনের সেই উষ্ণ স্পর্শ গুলো আজ এতোটা শীতল কেনো ?
নীরব হৃদ স্পন্দন, নির্বাক চোখের দৃষ্টি, উদ্যমহীন- নীরস জীবন যাপন । সত্যিই কি সেসব আজ শুধুই স্মৃতি । সেদিনের সেই ভয়ার্ত- বিভীষিকাময় আশঙ্কা আজ চলমান বাস্তবতা ।
তবে কেনো ?
সেদিনের সব সপ্ন আজকের প্রতিষ্ঠিত বাস্তবতা হলো না ? কেনইবা সেই উষ্ণতা আজ শীতলতার এক নগ্ন শিহরণ । তবে কি আমি বলেই এমন ? আমিই কি তোমার সেই সর্বনাশ ? তোমার অন্য কারো হওয়ার এটাই কি হবে কারণ ?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



