
কতবার আর কতবার অশ্রুসিক্ত হবে এ দু চোখ ? আর কতবার সিক্ত হলে ফুরাবে এই অশ্রু ফোঁটা ?
এই অশ্রু ফোঁটা আর কত রাতের কেরে নেবে ঘুম, আর কতবার ?
একদিন হয়তো তোমার জন্য এই বিন্দু বিন্দু অশ্রু ফোঁটার মত তিলে তিলে গড়ে উঠেছিল এই ভালবাসা, সেই সাথে অনেক সপ্ন, অনেক আশা। যা মুখ ফেরাতে পারেনি তখনও, তাই তো তোমার ডাকে সারা না দিয়ে পারি নি ।
এমন কোনো রাত ছিল না যে রাতে সপ্নে আসনি তুমি , এমন কোনো সকাল ছিল না যে সকালে মুখ খানা দেখিনি তোমার, এমন কোনো বিকাল ছিল না যে বিকালে তুমি ও আমি কাছাকাছি আসিনি।
আজও সপ্ন দেখি তবে আশার নয় হতাশার, আজও সকাল হয় তবে দেখিনা তোমার মুখ, আজও বিকাল আসে তবে এক বুক শুন্যতা নিয়ে ।
আজও সবই আগের মত- শুধু নেই তুমি। আছে শুধু সেই শুন্যতার ঘুণে ধরা জীবন যা বড়ই কষ্টের আর যন্ত্রণা।
এখনও ভেবে পাইনা পরাজিত এই আমি- শুধু কেন এই কষ্টের বাহক একাই আমি ?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



