ওয়াসিক ফারহান রুপকথাকে বাংলাদেশের অনেকেই চেনেন। মিডিয়ার কল্যাণে। এই আশ্চর্য বালক তার মায়ের কম্পিউটার ব্যবহার করতে শেখে মাত্র দুই বছর বয়সেই! মাত্র সাত মাস বয়সে ওয়াসিক কী বোর্ডে হাত রাখতে শুরু করে যা আজো অব্যাহত রয়েছে।
এ বছরের জানুয়ারিতে ওয়াসিকের বয়স ছয় হয়েছে। আর আশা করা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে সে পেতে যাচ্ছে মাইক্রোসফট ও গিনেজ বুক রেকর্ডে স্বীকৃতি।
যখন ওয়াসিক হাঁটি হাঁটি পা পা করে এ ঘর থেকে অন্য ঘরে যায়, সেই বয়সে সে তার মায়ের কম্পিউটারের কী বোর্ডে হাত রাখতে শুরু করে। এবং বিস্ময়করভাবে ওয়াসিক ‘মডার্ণ ওয়ারফেয়ার’ ও ‘মেটাল গিয়ার সলিড’ ভিডিও গেমস খেলতে শেখে।
এভাবে কম্পিউটারের নানা টুকিটাকি দ্রুততার সাথে রপ্ত করে ফেলে ওয়াসিক। তিন বছর বয়সে সে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে শেখে। কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় এবং গেম ডাউন লোড করতে হয় তাতেও ওয়াসিক অভ্যস্ত হয়ে ওঠে।
এসব বিষয় নজরে আসে ওয়াসিকের মা সিনথিয়া ফারহান রিশার। সিনথিয়া টের পান তার সন্তান ওই বয়সী অন্য শিশুর চেয়ে আলাদা।
ওয়াসিক নিজেও বিবিসি’কে বলেছে, সে কম্পিউটার নিয়ে খেলতে বা কাজ করতে ভালবাসে। অনেক বড় কম্পিউটার প্রতিষ্ঠানে সে ভবিষ্যতে কাজ করবে বলে ওয়াসিক তার স্বপ্নকে সেভাবেই সাজাচ্ছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


