মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পল্টন, প্রেসক্লাব ও শহীদ মিনার এলাকা বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিকের পদভারে মুখরিত হয়ে ওঠে।
পায়ে হেঁটে, বাসে কিংবা খোলা ট্রাকে চড়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু শ্রমজীবী মানুষ লাল পতাকা হাতে পল্টন, প্রেসক্লাব এবং শহীদ মিনারে আয়োজিত বিভিন্ন সমাবেশে যোগ দেন। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই সমাবেশস্থলগুলো জনসমুদ্রে পরিণত হয়।
প্রেসক্লাবের সামনে ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আয়োজিত সমাবেশ থেকে শ্রমআইন প্রবর্তনের দাবি জানান জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “শুধু এ দেশেই নয়, সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের অধিকার হরণে যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে না পারলে আমাদের অধিকার আরো খর্ব হতে থাকবে।”
৮ হাজার টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবু জাফর বলেন, “জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, আমলা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। কিন্তু যাদের উৎপাদনের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই।”
বাংলাদেশের শ্রমিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “পেটে ভাত নাই, ন্যায্য মজুরি নাই, শ্রমিকের সব অধিকার চলে গেছে পুলিশের বুটের তলায়।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


