আজ প্রথম আ্লো অনলাইন এ একটি আর্টিকেল ছাপাল বিবিসি থেকে সম্পূর্ণ মেরে দিয়ে।
ভারতের শেষ নরমুন্ডু শিকারিরা
মূল ইংরেজি আর্টিকেলটি ছিল এইখানে
একটি আর্টিকেল অন্য আরেকটির আলোকে লিখাই যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মূল লিখাটির সূত্র দিয়ে দেয়া ভদ্রলোকের কাজ। প্রথম আলো -র কমেন্ট সেকশন এ আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি দৃষ্টি আ্কর্ষনের এই বেপারে, কিন্ত তারা কোনবারই আমার কমেন্ট প্রকাশ করল না।
আমরা যদি প্রথম আ্লো এর মত সংবাদপত্রের কাছ থেকে এই ধরনের চুরি-বিদ্যা শিখি, এই ধরনের নোংরা সাংবাদিকতা যদি তারা করতেই থাকে, তাহলে দেশের শিক্ষা-ব্যবস্থা নিয়ে আর কোন কথাবার্তা না বলাই ভাল।
আপনাদের কারো সাথে যদি প্রথম-আলোর কোন সাংবাদিকএর সাথে পরিচয় থাকে, দয়া করে ওনাদের জানিয়ে দিবেন, কারো লিখা কপি করলে অন্তত যেন মূল লিখার সূত্র দিয়ে দেয়া হয়; এতে মূল লিখকের প্রতি ও সম্মান জানানো হয়, সাথে নিজের এবং নিজেদেরও সম্মান করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





