ছোট্ট পরী কিংবা দেবী। জন্মের আগে স্বর্গে তার আত্মা কিংবা রুহ সেখানকার দেব শিশুদের সাথে খেলা করত। এটা সেটা নিয়ে দেবশিশুদের মধ্যে খুনসুটি লেগেই থাকত। বড্ড মজার ছিল ঐ জায়গাটা। চারিদিকে খোলামেলা শুভ্রতা, ঝলমলে রোদের উজ্জ্বলতা পৃথিবীর হাজার গুন বেশী হলেও তেজ ছিলনা একটুও। কলকল সুরে বয়ে চলা স্বর্গের নদীটিতে স্নান করত দুষ্ট এবং পবিত্র দেবশিশুরা।
দেবশিশুদের মধ্যে একটি পরী ছিল। মধ্যমণি। কুট কুট করে কথা বলত সরলতায়। ভাব জমিয়ে ফেলত সবার সাথে। পরীটার সবুজ রঙের চারটে পাখা ছিল। ওই পাখা চারটি ঝাপটিয়ে পরী সঙ্গীসাথী নিয়ে তুরতুর করে স্বর্গ দাপিয়ে বেড়াত। সবাই তাকে ‘তি’ বলে ডাকত।
একদিন প্রভু ‘তি’ কে ডেকে বললেন ‘তি’ এই স্বর্গে তোমার আর ঠাই নেই তোমার পৃথিবী তে যাবার সময় হয়েছে। সবাই খুব মন খারাপ করল। ‘তি’ ও খুব মন খারাপ করল। ‘তি’ প্রভুকে বলল আমাকে ওখানে কে দেখে রাখবে? প্রভু বললেন একজন পরী। ‘তি’ বলল আমি ব্যাথা পেলে কে আমাকে সাহায্য করবে।প্রভু বললেন একজন পরী। ‘তি’ জিগেস করল আমার খিদে পেলে কি হবে? প্রভু বললেন একজন পরী আছেন সে তোমার সব কিছু দেখা শোনা করবেন। তি বলল পরীকে আমি কি বলে ডাকব? প্রভু বললেন মা বলে ডেকো।
তি এই দিনটায় পৃথিবীতে এসে পড়ল। স্বর্গ থেকে নচ্ছাড় পৃথিবীতে এসে পড়ায় তি-এর অনেক কান্না পেল। গলা ফাটিয়ে কিন্নর কন্ঠে ছোট্ট দেবী কান্না করতে লাগল। তড়িঘড়ি করে কেও একজন তি কে এক উষ্ণ জায়গায় নিয়ে গেল। তি-এর বড্ড আরাম। প্রভু মিথ্যে আশ্বাস দেন নি। তি তার পরী মা-র বুকে এসে আনন্দে, আরামে ফিক করে হেসে দিল দাঁত বিহীন মাড়ি বের করে। তি এর হাসি দেখে পরী মার আবেগ আর বাধ মানে নি………
এরপর…
ছোট্ট পরী তি অর্থহীন ভাষায় আগালু বাগালু বলিয়া বকিয়া যাইতে লাগিল……
এক বছর পার হইয়া গেল; অর্থহীন ভাষা সামান্য কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা ধ্বনিতে রূপ নিল। তবুও ছোট্ট পরী বকিয়া যাইতে লাগিল। দাদা কে দা, বাবা কে পা, আম্মু কে ম্মুন বলিয়া বকিয়া যাইতে লাগিল……
আজ ২২ টি বছর হইয়া গেল ছোট্ট পরী বড় হইল। কিন্তু আমাদের আদরের পরী বকিয়াই যাইতে থাকিল।
…………………………………………………………………………………………………………………………
কারো কাছে তুই চড়ুই, কারো কাছে সজারু, আবার কারো কাছে ছোটু কিংবা ছোটকু। আর আমাদের সবার আদরের পেঁচা।
তুই আমার ছোট বোন। তোর জন্য আজকের দিনে অনেক সুন্দর আর ভালবাসায় ভরপুর একটা ভবিষ্যত কামনা করছি।
শুভ জন্মদিন অদিতি।
-ভাইজান
[তি এবং প্রভুর কথোপকথনের অংশটুকু আমার কল্পনাপ্রসূত নয়। এই সুন্দর লাইন গুলো কোথায় জানি দেখেছিলাম]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



