এই সেই ছেলেটি খুব বড় খেলোয়াড়
এক নামে লোকে চেনে ডানপিটে দেলোয়ার ।
সেদিন সে হাটছিলো বুক খানা ফুলিয়ে
পাশ দিয়ে যাচ্ছিল দেহখানা দুলিয়ে
কী যেনো কি নাম তার ! নয় কাল কেওটে
মেয়েটার দেহ যে ভরা ঢাল ঢেউতে !
দেলোয়ার তাকাতেই মেয়েটা ফিক করে
হেসে দিল মিষ্টি ওড়নাটা ঠিক করে
দেলোয়ার ভাবছিল আহা কী মিষ্টি !
ভেবে ভেবে স্বপ্নীল হলো তার দৃষ্টি ।
সেদিনের পর থেকে ডানপিটে দেলোয়ার
ভাবছিলো জীবনে বৃথা কী পেলো আর !!
ভাবনাই সম্বল আর সব মন্দ
ইদানিং কালটাতে ঈভ টিজ বন্ধ !
কথা হলো সকালে বন্ধুদের আড্ডায়
গতকাল বিকেলে রামপুরা বাড্ডায়
একদল বখাটে কলেজের গেটেতে
মার খেয়ে ভেগেছে এসেছে তা নেটেতে,
ঈভ টিজ করতে তারা ছিলো সব রেডি
মার খেয়ে বুঝলো অবলা আর নেই লেডি !
সবকিছু বুঝে শুনে আজকের দেলোয়ার
মনোযোগী ক্রিকেটে হতে বড় খেলোয়ার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




