
Click This Link
এক
বিকেলের মরা রোদে হেঁসে ওঠা কচিপাতাদের মাঝে একলা একটা চুড়ুই পাখী
নানা ভাবনায় ইতিউতি চায়,
আরেকটু পর সাঁঝ হবে, কুন্ডুলী পাকান কালসাপ বেরিয়ে আসবে পাতার ভেতর হতে,
হয়তো সময়ে সুযোগে পাতা সাপ হয়ে যায়।
দুই
বই হাতে দুরন্ত কিশোরী ছুটে চলে টিউশন ক্লাসে,
গোটা বিশ পড়ুয়াদের মাঝে বসে পড়ে একমনে,
একটু একলা হলে ওড়নায় শুধু বুক ঢাকে,
শিক্ষকরাও সুযোগ পেলে আজকাল ওড়না টানে।
তিন
বাসে চেপে বসা সুবেশী তরুনী
চেপে চেপে আরো কোনে চলে যায়,
তাও যদি স্পর্ষকামী ললুপের হাত হতে
একটু বাঁচা যায়।
চার
বাবা নেই বলে কারনে অকারনে
দুরাত্মিয়রা মিঠে কথা বলে,
পিঠে বুকে দেয় হাত
নানা ছলে বলে।
পাঁচ
চারিদিকে এত ভয়, পদে পদে ক্ষয়
ডাকাত পড়েছে এই সমাজে,
রক্ষক ভাঙ্গে রক্ষা দেয়াল
রাক্ষসেরা আজ মুগুর ভাজে।
পাখী ভয়ে ভয়ে চলে
ছোট বুক খানা তীর তীর কাঁপে,
প্রতিদিন ভাবে এ কেমন বাঁচা
পুড়ে মরে তাই মনস্তাপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



