আল্লামা সাঈদী মুক্তি আন্দোলন পরিষদ, মিশিগান কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ সভা গতকাল শুক্রবার বাদ মাগরিব মিশিগাস্ত জালালাবাদ ভবনে অনুষ্টিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব সেলিম উদ্দীন প্রধান আতিথি ছিলেন। জালালাবাদ হলের কানায় কানায় ভর্তি দর্শক শ্রুতাদের উপস্তিতিতে উক্ত সভায় মিশিগানে অবস্থানরত সর্বস্তরের জনাতা দল মত নির্বিশেষে অংশগ্রহন করেন। স্থানীয় অল ফালাহ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে আনুষ্টিত এ সভা পরিচালনা করেন যৌথভাবে জনাব মাওলানা আব্দুল বাছিত ও হাফিজ রায়হান উদ্দীন।
পবিত্র কুরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সভায় ইসলামী সংগীত পরিবাশন করেন শিল্পী মাওলানা আব্দুল হক। ইংরেজীতে তার এ মনোজ্ঞ সংগীত দর্শক শ্রুতাদের মন কাড়ে। এর পর শুরু হয় বক্তৃতার পালা। একে একে বক্তৃতা করেন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার মিশিগান চাপ্টরের সভাপতি জানব তৈয়ব আল বারী, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার নর্দার্ন জোনের পরিচালক প্রাক্তন বিশষ্ট ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম, জলালাবাদ এসোসিয়েশন, মিশিগানের প্রাক্তন সভাপতি ও বিশষ্ট সমাজসেবী জনাব আব্দুল খালিক চৌধুরী, জলালাবাদ এসোসিয়েশন, মিশিগানের বর্তমান সভাপতি ও বিশষ্ট সমাজসেবী জনাব নাজমুল হক হেলাল, বীর মুক্তিযুদ্ধা জানব গোলাম মোস্তফা, বীর মুক্তিযুদ্ধা ও মিশিগানস্ত ওসমানী পরিষদের নেতা জনাব নুরুল হক, মিশিগান বিএনপি'র উপদেষ্টা ব্যাংকার জনাব ইউসুফ কামাল, মিশিগান বিএনপ'র বর্তমান সভাপতি জানব মুজিব আহমদ মনির প্রমুখ। বক্তারা বাংলাদেশের বর্তমান আবস্থা সহ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং সবাই একবাক্যে আল্লামা সাঈদী সহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবী করেন। বক্তৃতার মাঝে মাঝে দর্শক শ্রুতাদের গগন বিদারি স্লোগানে হল ও অসেপাশের রাস্তা প্রকম্পিত হয়ে উঠে।
প্রধান অতিথির বক্তব্যে শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব সেলিম উদ্দীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, আইন শৃংখলা, বৈদেশিক নীতি সহ সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, গোটা দেশের মানুষ এখন সরকারের কর্মকান্ডের প্রতি অসহ্য হয়ে উঠেছে। নির্বাচনী প্রতিশ্রুতির একটিও এ সরকার পুরণ করতে তো পারেই নাই, উপরন্তু গ্যস, বিদ্যুত, পানি সহ নিত্য প্রয়ুজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে। প্রতিদিন আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের হাতে নিরপরাধ মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। সরকার নিজেদের ব্যার্থতা ঢকতে এবং ভারতকে ট্রানজিট ও বন্দর দিতে উঠেপড়ে লেগেছে। এজন্য যারা এর বিরুধিতা করেন, এইসব দেশপ্রেমিক নেতৃবৃন্দকে বিনা বিচারে কোনো মামলা ছাড়া কল্পিত অভিযোগে গ্রফতার করেছে। ভারতের ইশারায় দেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চাচ্ছে। টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, মুসলমান নারীদের ইজ্জত হেফাজতের জন্য কুরআন নির্দেশীত ফরজ তথা বোরকাকে নিষিদ্ধ করার বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে না পারেন, সেজন্য বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদি সহ অসংখ্য আলেমকে কারাগারে আটকে রেখেছে।
তবে মানুষ আজ অনেক সচেতন। তিনি বলেন, সারা দেশের মানুষ এখন এই সরকারে পতন চায়। এজন্য আগামীতে আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সহ সকল ইলসামী ও জাতীয়তাবাদী দল এজন্য ঐক্য বদ্ধ ভাবে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে।
সভায় মাওলানা সাঈদী ,জামায়াত বিএনপি সহ সকল বিরুধী রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবী করে সরবসম্মত প্রষ্তাব গৃহীত হয়।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



